সুশাসনের জন্য নাগরিক (সুজন) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড.বদিউল আলম মজুমদার বলেছেন, উগ্রবাদীদের কারণে দেশের গণতন্ত্র হুমকির মুখে। শনিবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশন মিলনায়তনে সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলা সুজনের নেতৃবৃন্দদের সঙ্গে ‘২০১৬ সালের কর্ম পরিকল্পনা’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যে দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হয় না, সেদেশে কখনো শান্তি প্রতিষ্ঠা হয় না। রাজনৈতিক স্বার্থান্বেষী মহল আর উগ্রবাদীদের কারণে দেশে গুম, খুন, অপহরণ, নারী নির্যাতন প্রতিনিয়ত ঘটছে।
ড.বদিউল আলম আরো বলেন,সুজন প্রতিষ্টাকলীন সময় থেকেই প্রতিবাদ করছে, সুশাসনের জন্য করছে লড়াই।
সভায় বক্তব্য দেন, সুজন সিলেট জেলা শাখার সহ-সভাপতি ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, কার্যনির্বাহী সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তাহমিনা ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রমেন্দ্র কুমার বড়ুয়া, সুজন বিয়ানীবাজার শাখার আহ্বায়ক শাহাব উদ্দিন মওলা, বিশ্বনাথ শাখার ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান সাঈদ ও সাধারণ সম্পাদক মধু মিয়া প্রমুখ।
Prev Post
Next Post