জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষে পাঁচবিবি থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। শুক্রবার বিকেলে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ও পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) কিরণ কুমার রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর (বাঙ্গালপাড়া) ও আটাপাড়ার উত্তর গোপালপুর থেকে ৯টি থানার ২৯ জন মাদকাসক্তদের হাতেনাতে গ্রেফতার করে।
শনিবার পাঁচবিবি উপজেলার সুলতানপুর, দানেজপুরসহ বিভিন্ন এলাকা থেকে আরো ৬ জন মাদকাসক্তদের গ্রেফতার করা হয়। এরপর মাদক সেবীদের প্রত্যেকের কাছ থেকে মুচলিকাপত্র লিখে পরিবারের লোকজনের জিম্মায় (মা-বাবা, স্ত্রী) ছেড়ে দেন।
এর আগে পাঁচবিবি পৌর এলাকার ৯৩ জন মাদক ব্যবসায়ীকে আটকের পর থানায় এনে মুচলেকাপত্র লিখে নেয়ার পর পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের ৯৩ জনের মধ্যে ১৫ জনকে তবলিগে পাঠানো হয়েছে। বাঁকিরা স্বাভাবিক ব্যবসায় আসলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান। তিনি আরো জানান, উপজেলায় মাদককে জিরো টলারেন্স অবস্থানে আনার জন্য অভিযান অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে।
Prev Post