প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ফেনীতে প্রতিবাদ সমাবেশ
করেছে ফেনী প্রেস ক্লাব।
ফেনীতে কর্মরত সাংবাদিকদের সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে বক্তব্য দেয়ার প্রতিবাদে তারা মানববন্ধন ও সমাবেশ করেছে।
রোববার সকালে ফেনী প্রেস ক্লাব চত্বরে কর্মসুচিতে ফেনীতে কর্মরত শতাধিক সাংবাদিক আংশগ্রহণ করে। ৪৮ ঘণ্টার মধ্যে ইকবাল সোবহান চৌধুরী তার বক্তব্য প্রত্যাহার না করলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা।
ফেনী প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তারের পরিচালনায় মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার শাহজালাল রতন, চ্যানেল-২৪ এর ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, আরটিভির ফেনী প্রতিনিধি আজাদ মালদার, একাত্তর টিভির প্রতিনিধি জহিরুল হক মিলু, এশিয়ান টিভির প্রতিনিধি জাফর সেলিম, বৈশাখী টিভির প্রতিনিধি রাজন নাথ প্রমুখ।
শনিবার বিকেলে ফেনীর দাগনভূঞার এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সন্ত্রাসী উল্লেখ করে বক্তব্য প্রদান করেন। এ বক্তব্যে ফেনীর সাংবাদিক মহল ক্ষুব্ধ হয়ে এ কর্মসূচি পালন করে।
Prev Post