ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

0

westসমালোচকদের মুখে কুলুপ আটকে, পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে নিলো ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের সবথেকে শক্তিশালী দল ভারতকে ৫ উইকেটের ব্যবধানে পরাজিত করে যুবা ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের ট্রফি জিতে নিলো ওয়েস্ট ইন্ডিয়ান যুবারা। আজ মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথমে বোলিং করতে নেমে দূর্দান্ত বোলিংয়ে ভারতকে মাত্র ১৪৫ রানে আটকে দেয় ওয়েস্ট ইন্ডিজ। আর ১৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে একটু বিপর্যয়ে পড়লেও পল ও কার্টির দূর্দান্ত পার্টনারশিপে ৫ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ আসরের চ্যাম্পিয়নের খেতাব জিতে নিলো ওয়েস্ট ইন্ডিজ। সেই সাথে পরবর্তী ২ বছরের জন্য বিশ্ব যুবা ক্রিকেটের রাজত্বও উঠে গেল ওয়েস্ট ইন্ডিজের হাতে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More