বছর নিজের ৫০তম জন্মদিনে অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এরপর থেকেই কট্টর হিন্দুত্ববাদীদের রোষাণলে পড়তে হয় তাকে। এরই প্রেক্ষিতে বেশ কয়েকবার হুমকিও পেয়েছেন বলিউড বাদশাহ।
তব এবার আর হুমকি নয়, সরাসরি হামলাই হলো তার গাড়ি লক্ষ্য করে। ভালবাসা দিবসের দিন সকালে আহমেদাবাদে তার গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়, যদিও তিনি সেসময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন। ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্যরা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে।
ঘটনাটি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। নিরাপত্তাও বাড়ানো হয়েছে শাহরুখ খানের। কিন্তু ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি।