বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালকে দলের বাইরে রেখেই এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার সন্ধ্যায় ঘোষিত এই দলে তামিমের জায়গায় দলে ঢুকেছেন ইমরুল কায়েস।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল কিছুদিন আগে ঘোষণা করা হলেও ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের দল ঘোষণা করে নি। তবে সেই দলকেই বেছে নেয়া হয়েছে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের জন্য। শুধুমাত্র পরিবর্তন হয়েছে তামিমের জায়গায় ইমরুল।
সন্তানের বাবা হতে চলেছেন তামিম। তাই তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অবশ্য এ কারণে তিনি কয়েক সপ্তাহের আগাম ছুটি নিয়েছিলেন।
এশিয়া কাপে বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, নাসির হোসেন, সাব্বির রহমান, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।
Prev Post
Next Post