গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধসহ ৫ আহত হয়েছে। রোববার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইলের কুঠিবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শেখ ওমর আলী (৬৫)কে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, ওই গ্রামের মুরাদ আলী শেখ বংশীয় চাচা ওমর আলী শেখের জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ শুরু করে। জমির মালিক ওমর আলী এতে বাধা দেয়। এই নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়। এ সময় গুলির ঘটনা ঘটে। এতে ওমর আলীর বাম পায়ে গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এই নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে। ওই গ্রামে পুলিশ টহল দিচ্ছে।
গোপালগঞ্জ সদর থানার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুস সোবাহান সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গুলির বিষয়টা আমাদের শোনা। পুলিশের সামনে কোন গোলাগুলি হয়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ইশতিয়াক আহম্মেদ বলেছেন, বাম পায়ের গিরায় গুলিবিদ্ধ হওয়ায় তাকে অন্যত্র নেয়ার কথা বলা হয়েছে।
Prev Post
Next Post