সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও আ’লীগের চার নেতাকর্মী হত্যা মামলার চার্জশিটভুক্ত জেলা জামায়াতের সেক্রেটারি খায়রুল আনামসহ জামায়াত শিবিরের আট নেতাকর্মীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
রোববার দুপুরে আসামিরা নীলফামারীর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোতাহারাত আখতার ভুঁইয়ার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া জামায়াত শিবিরের নেতা কর্মীরা হলো মনিরুজ্জামান(২৮), ইব্রাহিম ইসলাম(৪২), আলমগীর হোসেন(৩৫), আবুল বাঁশার(৩৮) ও আব্দুল মালেক কাজি(৪৫)।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সদরের রামগঞ্জের ওই ঘটনায় ২১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করা হয়।
পুলিশ ৬০ জনকে গ্রেফতার করলেও জামায়াত শিবিরের ৭২ জন এবং বিএনপির ৬২ জন নেতাকর্মী আদালতে আত্মসর্মপণ করে কারাগারে বন্দি রয়েছেন। এখনো ১৮ জন পলাতক থাকলো বলে জানান ওসি।