সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের মধ্যস্থতায় উপজেলা সদরে ‘ফায়ার সার্ভিস স্টেশন ও সদর ইউপি কমপ্লেক্স’ স্থাপনের জন্য বিনামূল্যে পর্যাপ্ত পরিমাণ ভূমি দানের আশ্বাস প্রদান করেছেন যুক্তরাজ্য প্রবাসী ও বিশ্বনাথ পৌরসভা বাস্তবায়ন পরিষদের আগ্বায়ক আলহাজ্ব সুনু মিয়া। শনিবার রাতে সুনু মিয়ার উদ্যোগে উপজেলাবাসীর কাঙ্খিত উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জায়গা সমস্যায় দুটি উন্নয়ন কর্মকান্ড আটকে থাকার কথা তুলে ধরেন।
এসময় তিনি জায়গা প্রদানের প্রাথমিক ঘোষণা প্রদান করেন। পরবর্তিতে ওই রাতেই স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া এবং স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ, সংগঠকসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত মধ্যস্থতা সভায় আনুষ্ঠানিকভাবে ‘ফায়ার সার্ভিস স্টেশন ও সদর ইউপি কমপ্লেক্স’ স্থাপনের জন্য বিনামূল্যে ভূমি দানের ঘোষণা প্রদান করেন আলহাজ্ব সুনু মিয়া।
বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপুর সঞ্চালনায় অনুষ্ঠিত মধ্যস্থতা সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশরফ হোসেন, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক সমিতির সভাপতি মনির হোসেন, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহ্বায়ক একেএম দুলাল, মনোহর আলী, জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, দেওকলস ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সহল-আল রাজী, ব্যবসায়ী মুক্তাদির মিয়া, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, বিশ্বনাথ বার্তা সম্পাদক মোসাদ্দেক হোসেন সাজুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, বর্তমান কার্যনির্বাহী সদস্য নূর উদ্দিন প্রমুখ।