ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, মাসিক ১৫-২০ টাকা কিস্তিতে কৃষক-শ্রমিক ও খেটে খাওয়া মানুষের হাতে স্মার্ট ফোন পৌঁছে দেয়া হবে।
রোববার বেলা আড়াইটায় টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়ন পরিষদে ব্রড ব্যান্ড সংযোগের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্বল্প মূল্যে সহজ কিস্তিতে যাতে নিম্নবিত্তের মানুষ এ ফোন ব্যবহার করতে পারে সে লক্ষ্যে ওয়ালটনসহ দেশীয় কয়েকটি কোম্পানির সঙ্গে কথা হয়েছে। এজন্যে সরকারকে কোনো বিনিয়োগ করতে হবে না।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়। এটা বাস্তবতা। এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম ডিজিটাল কার্যক্রম শুরু করে। বিস্তৃত ও উন্নত মানসম্পন্ন গ্রাহক সেবা নিশ্চিত করা এবং ইন্টারনেটকে নিরাপদভাবে ব্যবহারে সব ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে।
তারানা হালিম বলেন, ‘অর্থনৈতিকভাবে ২০১৯ সালে বাংলাদেশ হবে দ্বিতীয় বৃহত্তর প্রবৃদ্ধির দেশ। আর ২০২১ সালে আমরা একটি উন্নত দেশে পরিণত হবে।’
তিনি আরো বলেন, এখন আর বাংলাদেশকে কেউ অবহেলা করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে সব চ্যালেঞ্জ মোবাবেলা করে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।
তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিসিএল’র এমডি জিএফএ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, প্রকল্প ব্যবস্থাপক মো. মাঈনুদ্দীন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান প্রমুখ।
এর আগে তারানা হালিম টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
Next Post