আঙ্কারা: তুরস্কের ভূমধ্যসাগরীয় মার্সিন শহরে বৃহস্পতিবার যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে অন্তত নয়জন মারা গেছেন। এ দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানায়।
নিহতদের সকলেই বাসটির যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে, ট্রেনের কোন যাত্রীর হতাহতের খবর জানা যায়নি। বিবিসির খবরে বলা হয়েছে, ট্রেনটি যাওয়ার সময় লেভেল ক্রসিং খোলা ছিল। এসময় শ্রমিক বহনকারী একটি মিনিবাসকে ধাক্কা দেয় ট্রেনটি। এর ফলে ঘটনাস্থালেই মারা যান ওই নয় জন। সূত্র: বিবিসি।