অবাক করার মতো একটি বিষয়,হ্যাঁ ঘটনাটি পড়লে একেবারেই অবাক হবেন,এটি প্রাচ্য অথবা পাশ্চাত্যের কোন ঘটনা নয়,আমাদের দেশেরই ঘটনা তাও আবার রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগে ঘটেছে এই বিরল ঘটনাটি,টাকা থাকলে মানুষের মনে কতই না শখ থাকে সেটার প্রমাণ মিললো আরো একবার. চলুন তাহলে বিস্তারিত জেনে নিইঃ গত রবিবার সময় সকাল নয়টার একটু বেশী শাহবাগ মোড়ে ফুলের দোকানে একটু জটলা সৃষ্টি হয়েছে কিছু তরুন – তরুনীদের,কাছে যেতেই দেখা গেলো এক আজব গোলাপ ফুলের যেটা সত্যিই অবাক করার মতো আর এই একটি ফুল নেবার জন্য উপস্থিত সকলের ভিতরে রিতিমত নিলাম শুরু হয়েছে,যার ফুল তিনি কোনভাবেই এটি বিক্রি করতে চাইছেন না কারণ উনার কাছে এই ফুল মাত্র এক পিস আছে এবং ফুলওয়ালা এটি শো হিসেবে অনেক ফুলের পাশে রেখে দিয়েছেন. উত্তেজিত হয়ে একটি মেয়ে বলছে ফুলটি আমার চাই,আপনি যত টাকা চান আমি দিতে রাজি আছি. বাধ্য হয়ে একপ্রকার বিরক্তিতে দোকানদার সাইফুল বললেন এই ফুলের মূল্য ১০০০০ টাকা,এর নিচে বিক্রি হবে না,সবাই কিছুসময় নিরব হয়ে গেলেন কিন্তু হঠাৎ একটি মেয়ে বললেন আমি নিবো,এই মেয়ের আগ্রহ প্রকাশ করার পর এই ফুলের চাহিদা যেন আরো বেড়ে গেছে উপস্থিত সবার কাছে,সবাইকে চমকে দিয়ে গাড়ি থেকে নেমে এসে অন্য একটি মেয়ে বললেন আমি 20000 টাকা দিবো. বেচারা সাইফুল তো মহাখুশি,অবশেষে 20000 টাকায় এই আজব গোলাপ ফুলটি বিক্রি হলো,যিনি এত দাম হাঁকিয়ে কিনেছেন কথা হয়েছিল তার সাথে,প্রশ্ন করা হয়েছিল কেন আপনি একটি ফুল এত দাম দিয়ে কিনলেন,অবাক করার মতো তথ্য পাওয়া গেলো এই ফুল সম্পর্কে. মেয়েটির নাম রিমিতা পড়ছেন ঢাকা সিটি কলেজে,ফুলটি কিনেছেন মূলত তার বয়ফ্রেন্ডের জন্য,রিমিতা জানালেন গোলাপের মতো দেখতে এই ফুলের আসল নাম সাইকোট্রিকা এলাটা,অনেকেই এই ফুলটিকে হুংকারস লিপস,দ্যা হট লিপস বলেও ডাকেন,দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া,পানামা,কোস্টারিকা এবার ইকুয়েডরে এই ধরনের ফুল বেশী দেখতে পাওয়া যাই. ফুলটি দেখলেই মনে হবে যে এটি কাওকে চুমু খাওয়ার জন্য ঠোঁটে বের করে উদ্গ্রীব হয়ে আছে. তবে এটি ফুলের মুল অংশ নয়,প্রথমে বের হয় পুষ্ম মঞ্জুরীটি যার মধ্য থেকে বের হয় এই আসল ফুলটি,যেটি আর লিপস্টিকের মতো দেখতে নয়.এটির রং সাদা.যা একটি গোখরো সাপের মুখের ভিতরে থেকে বের হওয়া জিহ্বার মতো প্রায়. কথা বলেছিলাম ফুল বিক্রেতা সাইফুলের সাথে তিনি জানালেন এই আজব ফুল আনা হয়েছিলো যশোরের ঝিকরগাছার গদখালীর হাসেম মিজ্ঞার বাগান থেকে,আফ্রিকা ফেরত হাসেম বছর তিনেক হলো ফুল ব্যাবসার সাথে জড়িত আছেন