সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যারহস্য উম্মেচনের দাবি জানিয়েছে চুয়াডাঙ্গার গণমাধ্যম কর্মীরা। মঙ্গলবার বেলা ১১টায় শহরের শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে গণমাধ্যম কর্মীরা ছাড়াও বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক সমিতির সভাপতি অ্যাড. মানিক আকবর, সাধারণ সম্পাদক মরিয়ম শেলী, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক রিচার্ড রহমান, এনজিও সংস্থা প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, খাদিমপুর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, নিরাপদ সড়ক চাই (নিসচা) আহ্বায়ক অ্যাড. আলমগীর হোসেন, মানবাধিকার সংগঠন লোকমোর্চার সমন্বয়ক নুঝাত পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের ৪ বছর পেরিয়ে গেলেও তাদের হত্যারহস্য উম্মেচন না হওয়ায় প্রমাণিত হয়েছে বাংলাদেশের সাংবাদিকরা কতটা অনিরাপদ।
তারা অবিলম্বে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।
Prev Post
Next Post