হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাজ উদ্দিন (৩০) নামে এক ভুয়া চিকিৎসককে সাত দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। সে ছিপাতলী ইউনিয়নের কাজিরখীল গ্রামের মো. আমিনুল হকের পুত্র।
জানা যায়, মঙ্গলবার বাছুন মোহাম্মদের বাড়ির আবদুল মালেকের ছেলে মো. মহিউদ্দিন কথিত ডাক্তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। নির্বাহী কর্মকর্তা এ ব্যাপারে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন। তদন্ত কর্মকর্তারা বিষয়টি যাচাই বাচাই করে অভিযোগের সত্যতার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন দাখিল করলে তিনি সোমবার রাতে তাজ উদ্দিনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাত দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তাজ উদ্দিন ৭ম শ্রেণী পাস করলে ও নামের পরে এলএমএফ (ঢাকা), বিআর এমপি (ঢাকা) ও মা ও শিশুর রোগের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত লিখে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
তাকে ঔষধ আইন ১৯১৪ এর ২৭ ধারা মোতাবেক এ দণ্ড প্রদান করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান।
Prev Post
Next Post