বাংলাদেশের তরুণ অলরাউন্ডার সোহাগ গাজিকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইল হাসি-ঠাট্টা করেছেন বলে জানা গেছে। গেইল প্রথমে জিজ্ঞাসা করেন গাজিটা কে? তারপর বলেন তিনিই গাজিকে বিখ্যাত বানিয়েছেন।
একটি টেস্ট ম্যাচে প্রথম বলেই ছক্কা হজম করে রেকর্ড সৃষ্টি করেন গাজি। নিজের অভিষেক টেস্টে প্রথম বলে ছক্কা হজম করা একমাত্র ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েন তিনি।
নিউজ ডট কম এইউ ডট পরিবেশিত খবরে বলা হয়, গাজি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বেশ অবজ্ঞার সুরে হার্ড হিটিং এ ব্যাটসম্যান বলেন, টেস্ট ক্রিকেটে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে তিনিই এ অলরাউন্ডারকে বিখ্যাত বানিয়েছেন।
অবশ্য খেলার মতোই হাস্যরস করা গেইল পরণেই বলেন, গাজি একজন ভালো তরুণ খেলোয়াড় এবং বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল তারকা। সূত্র: ওয়েবসাইট