রাজধানীর আদাবর থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লাঞ্ছনার ঘটনায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
মঙ্গলবার সকালে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দীন আহমেদ রতনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ছাত্রী রাঞ্ছনার ঘটনায় রতন কুমার হালদারের বিরুদ্ধে গত ১ ফেব্রুয়ারি মামলা দায়ের করা হয়। ছাত্রী নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
ঢাকা মহানগর হাকিম এমদাদুল হকের তদন্ত প্রতিবেদনে রতন কুমার হালদারের বিরুদ্ধে ওই ঘটনায় জড়িত থাকার সত্যতা পায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি।
Prev Post