কারিনা ভক্তরা জেনে গিয়েছিলেন, প্রিয় অভিনেত্রী বিয়ের পর সিনেমার পর্দায় কাউকে চুমু খাবেন না। রূপালি পর্দায় কারিনা চুমু বাঁচিয়েই কাটিয়েছেন এই ক’বছর। এমনকি স্বামী সাইফ আলী খানের সঙ্গেও চুম্বন দৃশ্যে আপত্তি তুলেছিলেন। অবশেষে সেই পণ ভাঙলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। চুমু খেলেন সহ-অভিনেতা অর্জুন কাপুরকে।
খান সাহেবের অনুমতিতেই এমন দৃশ্য করতে রাজি হয়েছেন কি না, সেটা এখনো জানা যাচ্ছে না।
সম্প্রতি প্রকাশ পেয়েছে মুক্তির অপেক্ষায় থাকা ‘কি অ্যান্ড কা’ সিনেমার নতুন পোস্টার। এতে দেখা গেছে কারিনা-অর্জুনের চুম্বন দৃশ্য। আর এ নিয়েই উঠেছে ভক্তদের চায়ের কাপে ঝড়। একে তো কারিনার চেয়ে অর্জুন পাঁচ বছরের ছোট। তার ওপর আবার পোস্টারেই চুম্বন দৃশ্য।
তবে সে যাই হোক, প্রিয় অভিনেত্রীকে ফের এ ধরনের দৃশ্যে দেখতে পেয়ে যেন হাঁফ ছেড়েই বেঁচেছেন কারিনা ভক্তরা।
অর্জুন কাপুর এবং কারিনা কাপুর খান প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ‘চিনি কাম’ নির্মাতা আর বাল্কির ‘কি অ্যান্ড কা’ সিনেমায়। রোমান্টিক-কমেডি সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১ এপ্রিল। এতে কিয়ারা এবং কাবির চরিত্রে দেখা যাবে কারিনা এবং অর্জুনকে।
কারিনা অভিনয় করেছেন একজন উচ্চাকাঙ্ক্ষী কর্মজীবী নারীর চরিত্রে, যার স্বামী অর্জুন। আর অর্জুন এমন একজন স্বামীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি সব সময় স্ত্রীর পাশেই থাকেন।
২০১২-এ সইফ আলি খানের সঙ্গে বিয়ের বাঁধনে বাঁধা পড়ার সময়ে বেবো নাকি খানসাহেবকে কথা দিয়েছিলেন, পর্দায় চুমু খাবেন না কিছুতেই। তেমনটাই চলছিল। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, জি নিউজ।