বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদী লুনা উপজেলা নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী শাহ জামাল নুরুল হুদার পক্ষে মাঠে নামছেন।
তিনি শুকবার সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নুরুল হুদার দোয়াত কলম মার্কার সমর্থনে গণসংযোগ করবেন। এতে ১৯ দলীয় জোট ও জেলা ও মহানগর বিএনপির সব পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সিলেট মাহনগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী খূর্শেদ।
২৩ মার্চ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট প্রার্থী শাহ জামাল নুরুল হুদার বিজয় নিশ্চিত করতে ১৯ দলের সর্বস্তরের নেতাকর্মীদের কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তাহসিনা রুশদী লুনা।