দিনাজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0

atokদিনাজপুরের পার্বতীপুরে ৪৮৫ পিস ইয়াবাসহ মো. রায়হান কবির (৩২) নামে এক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। আটক রায়হান কবির নবাবগঞ্জ উপজেলার দিশবন্দী হাতিশাল গ্রামের মো. আনিছুর রহমানের ছেলে।
মঙ্গলবার বিকেল ৩ টায় গণমাধ্যমকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব। এর আগে সোমবার রাত ৮টায় পার্বতীপুর থানাধীন আমতলী বাজারে জিয়া ভাত হোটেলের রান্না ঘরের ভিতর  ইয়াবাসহ তাকে আটক করে।
র‌্যাব-১৩ দিনাজপুর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মাহমুদ রাজু জানান, দীর্ঘদিন যাবৎ দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন আমবাড়ি জিয়া ভাত হোটেলে কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ইয়াবা, গাঁজা এবং ফেনসিডিল ব্যবসা করে আসছে। এমন তথ্যের ভিত্তিত্বে র‌্যাব-১৩’র অধীনস্থ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, দিনাজপুরের একটি অভিযানিক দল সোমবার বিকেলে ছদ্দবেশে উক্ত এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন স্থানে অবস্থান নেয়। পরে রাত ৮টায় হোটেলে অভিযান চালনো হয়। এ সময়  সেখান থেকে মো. রায়হান কবির (৩২) নামে এক একজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তার শরীরের তল্লাশি চালিয়ে প্যান্টের ডান পকেট হইতে ২টি নীল রঙ্গের ছোট পলিপ্যাকে রক্ষিত ৪৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More