ফেনী জেলার সোনাগাজীতে কাঁঠালের মুচি ছেঁড়ার দায়ে মো. ফরহাদ উদ্দিন (১১) নামে এক শিশুর উপর বর্বর নির্যাতন চালিয়েছে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। মঙ্গলবার সকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিশুটিকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তের পরিবার জানায়, জসিম উদ্দিন ড্রাইভারের শিশুপুত্র ফরহাদ উদ্দিন সকাল ১০টার দিকে পাশের বাড়ির পূজালীর মার বাড়ির সিরাজুল ইসলামের মালিকীয় কাঁঠাল গাছের মুচি ছিঁড়ে খাওয়ার দায় সিরজুল ইসলাম লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে শিশুটিকে মারাত্মক আহত করে। স্থানীয়রা অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ব্যাপরে আহত শিশুর পিতা জসিম উদ্দিন বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. নুরুল আমিন জাহাঙ্গীর জানান, শিশুটির শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Prev Post