জাতিসংঘের সাবেক মহাসচিব বুত্রোস বুত্রোস-ঘালি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে ঘালির বয়স হয়েছিল ৯৩ বছর। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি রাফায়েল দ্যারিও রামিরেজ ক্যারেনো মঙ্গলবার সাবেক এই মহাসচিবের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
মিশরের নাগরিক বুত্রোস ঘালি ছিলেন জাতিসংঘের সর্বোচ্চ পদ অলঙ্কৃত করা প্রথম আরব কূটনীতিক।
পারস্য উপসাগরীয় যুদ্ধ বন্ধে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকার ফলে বিশ্বের সর্ববৃহৎ এ সংস্থাটির প্রভাব বৃদ্ধির সময়ে ১৯৯২ সালে মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন তিনি। ১৯৯৬ সালের ৩১ ডিসেম্বর তার ৫ বছরের মেয়াদ শেষ হলে তার স্থলাভিষিক্ত হন ঘানার নাগরিক কফি আনান।
বুত্রোস বুত্রোস-ঘালির মৃত্যুর খবরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তার সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।
১৯২২ সালের ১৪ জানুয়ারি কায়রোর একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন বুত্রোস-ঘালি। তার দাদা ছিলেন মিশরের তৎকালীন প্রধানমন্ত্রী।