বিএনপির কাউন্সিল অনুষ্ঠানের সর্বাত্মক প্রস্তুতি নিতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত ১১টায় গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে কাউন্সিল প্রস্তুতি কমিটির ১১ উপ-কমিটির আহ্বায়কদের সঙ্গে বৈঠককালে তিনি এ নির্দেশ দেন।
বৈঠকে ১১ উপ-কমিটির মধ্যে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম. গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এজেডএম জাহিদ হোসেন, মিজানুর রহমান সিনহাসহ আরো অনেকে।
উল্লেখ্য, আগামী ১৯ মার্চ শনিবার বিএনপির কাউন্সিলের দিন নির্ধারণ করা হয়েছে।
Prev Post
Next Post