দক্ষিণ সুদানে জাতিসংঘ কম্পাউন্ডে আশ্রয় নেয়া লোকজনের মধ্যে সংঘর্ষে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। নিহতদের মধ্যে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংঘটন মিতস সঁ ফঁতিয়ার দুই কর্মী রয়েছে।
দক্ষিণ সুদানে মোতায়েন জাতিসংঘ শান্তি রক্ষা মিশন ইউএএমআইএসএস বৃহস্পতিবার জানায়, জাতিসংঘের মালাকাল আশ্রয় কেন্দ্রে দুটি নৃ-গোষ্ঠীর তরুণদের মধ্যে রাতভর সংঘর্ষ হয়। এ সংঘর্ষে পাঁচজন নিহত। পরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র সাতজন নিহত হওয়ার কথা জানান।
ইউএনএমআইএসএস জানায়, বুধবার রাতে ছোট আগ্নেয়াস্ত্র, তলোয়ার ও অন্যান্য অস্ত্র নিয়ে শিলুক ও দিনকা নৃ-গোষ্ঠীর তরুণরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
Prev Post
Next Post