লালমনিরহাটের পাটগ্রামে জেএমবি সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা হতে ভোর ৫টা সময়ের মধ্যে আটক করা হয়।
আটককৃতরা হলেন-রাজধানী ঢাকার কেরানীগঞ্জের নবাবচর (খোলামোড়া) এলাকার আব্দুল খালেকের ছেলে মো. শের খাঁন, পাটগ্রাম পৌরসভার স্টেশনপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুর রহমান (৭০) ও উপজেলার দহগ্রাম ইউনিয়নের লুৎফর রহমানের ছেলে জুয়েল হোসেন(৪০)।
পাটগ্রাম থানার উপপরিদর্শক(এসআই) নূর আলম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেল ‘পাটগ্রাম মোটেল প্যারাডাইস হোটেল’-এর দ্বিতীয় তলার ২১৩ নম্বর রুমে অভিযান পরিচালনা করে জেএমবি সদস্য সন্দেহে মো. শের খাঁনকে আটক করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আবাসিক হোটেল ‘পাটগ্রাম হোটেল’-এর তত্বাবধায়ক বৃদ্ধ আব্দুর রহমান ও দহগ্রামের সার ব্যবসায়ী জুয়েল হোসেনকেও আটক করা হয়। পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের নির্দেশে তাদেরকে লালমনিরহাট পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, মো. শের খাঁনসহ আরো দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাদের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
Prev Post
Next Post