বছরের জুলাইয়ে মহা ধুমধামে দিল্লীর মেয়ে মীরা রাজপুতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউডের হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর। সাত আট মাস পার না হতেই শোনা গেলো আরেক সুসংবাদ। প্রথম সন্তানের বাবা হতে চলেছেন শহীদ!
বর্তমানে কঙ্গনা রনৌতের সঙ্গে ‘র্যাঙ্গুন’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন শহীদ কাপুর। আর এমনই সময় বাবা হওয়ার মত বহুল আকাঙ্ক্ষিত একটি আনন্দ সংবাদ পেলেন বলিউডের ‘হায়দার’ খ্যাত শহীদ কাপুর।
ভারতের প্রভাবশালী পোর্টাল টাইমস অব ইন্ডিয়াসহ বেশকিছু শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে শহীদ কাপুর ও মীরা দম্পতির প্রথম সন্তান গর্ভে আসার খবর জানানো হয়েছে। তবে তাদের কাছ থেকে নিশ্চিত করার মতো কোন কিছু জানা যায়নি। তাদের পরিবার থেকেও এখন পর্যন্ত এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি।