ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেছেন, একুশের চেতনা বিলুপ্তির গভীর ষড়যন্ত্র চলছে। একুশের চেতনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা অর্জিত হয়েছিল। এদেশের দামাল ছেলেরা জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বীরের বেশে দেশকে হানাদার মুক্ত করলেও পাকিস্তান হানাদারদের অসুস্থ্য চিন্তা এখনো ভোটারবিহীন সরকারের মস্তিষ্কে বাসা বেঁধেছে। যার ফলে গুম-খুন, নৈরাজ্য বেড়েই চলেছে। ২০ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব ও ইয়াহিয়ার বিরুদ্ধে মুক্তির আন্দোলন। তৎকালীন পাকিস্তানের সামরিক শাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান গণতন্ত্রকে হত্যা করে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিল। আজকের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সেই একই স্বপ্নের ধারাবাহিকতায় গুম-খুন-লুটপাটকে সঙ্গে নিয়ে উন্নয়নের মহাসড়কে উঠেছে ভোটারবিহীন সরকার। তিনি তার বক্তব্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, একজন বাংলাদেশি বেঁচে থাকতেও শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। তিনি আরো বলেন, বারবার উচ্চস্তর থেকে সর্বস্তরে মায়ের ভাষা বাংলা চালুর কথা বললেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এই শহীদ দিবসের পরের দিন থেকে যদি নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত বাংলাভাষার প্রচলন রাষ্ট্রীয়ভাবে চালু না হয় তাহলে এনডিপি পর্যায়ক্রমে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গণ-আন্দোলন গড়ে তুলবে।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন এনডিপির প্রেসিডিয়াম সদস্য ক্বারী আবু তাহের, মো. মঞ্জুর হোসেন ঈসা, যুগ্ম মহাসচিব ফরিদ উদ্দিন আহমেদ, শামসুল আলম, দফতর সম্পাদক মো. মুছা, প্রচার সম্পাদক রাজু আহম্মেদ, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক আলম হোসেন, মহিলা শাখার সদস্য সচিব দেওয়ান দিলরুবাসহ এনডিপির ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Prev Post