ব্রিটিশ গোয়েন্দা জেমস বন্ডের চরিত্রে অভিনয়ে অনীহার কথা আগেই জানিয়েছেন ড্যানিয়েল ক্রেইগ। বন্ড সিরিজের শেষ সিনেমা স্পেকট্রা মুক্তির আগেই বলেছিলেন এ সিনেমাই হতে পারে তার বন্ড হিসেবে তার শেষ সিনেমা। এ গুঞ্জনই সত্যি হতে চলেছে।
শোনা যাচ্ছে মার্কিন এক টিভি সিরিজের জন্য নিজের সব সময় বরাদ্দ করছেন এই ব্রিটিশ অভিনেতা। জোনাথন ফ্রেঞ্জারের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য পিউরিটি সিরিজটি চলবে বেশ কয়েকটি সিজনজুড়ে। যার ফলে ৪৭ বছর বয়সী ক্রেইগের পক্ষে আর বন্ড রূপে আবির্ভূত হওয়া সম্ভব হবে না।
Prev Post
Next Post