মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সকল অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বয়কটের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া বিএনপি।
বুকিত বিন্তাংয়ের হোটেল সলিলে শনিবার রাতে সংবাদ সম্মেলনে মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদলুর রহমান খান বাদল এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রবাসে যে কোন দেশের হাই কমিশন ওই দেশের প্রতিনিধিত্ব করলেও বাংলাদেশ হাই কমিশন শুধুমাত্র একটি (আওয়ামী লীগ) দলের প্রতিনিধিত্ব করছে।’
তিনি আরও বলেন, ‘গত ১৬ ডিসেম্বর হাই কমিশনে বিজয় দিবসের অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। হাই কমিশনের পক্ষ থেকে বিষয়টি সুরাহা করার চেষ্টা না করে উল্টো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়।’
‘তাই আমরা হাই কমিশনের এমন একমুখী মনভাবের পরিবর্তন না হওয়া পর্যন্ত সকল প্রকার অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি’ বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে মালয়েশিয়া বিএনপির এ নেতা বলেন, ‘অনুষ্ঠানে গেলে কোন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না এর কি গ্যারান্টি আছে। অনুষ্ঠান বর্জনের মাধ্যমে মূলত আমরা হাই কমিশনকে সহযোগিতা করছি। তাছাড়া বিদেশে যাতে দেশের ভাবমূর্তি নষ্ট না হয় সে চিন্তাও করছি।’
অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভাষা ও দেশের প্রতি ভালবাসার টানেই আমরা মালয়েশিয়া বিএনপির পক্ষ থেকে সকল প্রবাসীদের নিয়ে রাওয়াং-এ মাতৃভাষা দিবস পালন করব।’
সংবাদ সম্মেলনে মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সহ-সাধারন সম্পাদক ওয়ালি উল্লাহ জাহিদ, এস এম জাহাঙ্গির আলম, এস এম রহমান নিপু, আব্দুল্লাহ আল মামুন লিটন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, দফতর সম্পাদক মো. আমিনুল ইসলাম (রতন), মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গির আলম খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, সহ-সভাপতি মঞ্জু খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, সিরাজুল ইসলাম সুজন, সহ-সাধারন সম্পাদক মো. রমজান আলি, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ মমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Prev Post
Next Post