সিরিয়ার রাজধানী দামেস্ক ও হোমস শহরে ইসলামিক স্টেট (আইএস) এর আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে আরো দুই শতাধিক মানুষ।
সোমবার সিরিয়ায় দেশটির বার্তা সংস্থা সানার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রোববার রাজধানী দামেস্কের অদূরে শিয়া সম্প্রদায়ের পবিত্র সাথান সাঈদা জেইনব এর মাজারে হামলায় অন্তত ৮৩ জন নিহত হয়। এর আগে হোমস শহরে জোড়া আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৫৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির বার্তা সংস্থা।
এদিকে হামলা দুটির দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। দেশটির কর্তিপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।