পিরোজপুর থেকে: চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ দফায় দেশের বিভিন্ন স্থানে ৯১টি উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
কিন্তু এতোসব উপজেলার মধ্যে মানুষের দৃষ্টি পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার দিকে। কারণ, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী এ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সকাল ৯টা ২০ মিনিটে নিজ কেন্দ্রে ভোট দেন।
রোববার সকাল থেকে জিয়ানগর উপজেলার সব কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রগুলোতে শত শত নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লে¬খ্য, জিয়ানগরে চেয়ারম্যান প্রার্থী ১৯ দলীয় জোট থেকে মাসুদ সাঈদী (দোয়াত কলম), জেপির মশিউর রহমান মঞ্জু (মোটরসাইকেল), আ.লীগের আব্দুল খালেক গাজী (আনারস), স্বতন্ত্র মনিরুজ্জামান সেলিম (টেলিফোন), হারুন আর রশিদ (কাপ পিরিচ)।
অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কাওছার উদ্দিন আহম্মেদ (চশমা), বিএনপি’র মোহাম্মাদ আলমগীর কবির মুজাহিদ মান্নু (তালা), মো. আব্দুর রাজ্জাক হাওলাদার (উড়োজাহাজ), মোহাম্মাদ ফায়জুল কবির (টিউবয়েল)।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আ.লীগের দিলরুবা মিলন নাহার (প্রজাপতি), বিএনপি’র মিসেস সাহিদা বেগম (হাঁস), স্বতন্ত্র শেফালী বেগম (কলস)।