জাপানের বহুজাতিক কোম্পানি তোশিবা সম্প্রতি জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত একটি বাণিজ্যমেলায় আগের চেয়ে অধিক মানবসদৃশ রোবট প্রদর্শন করেছে। ‘চিহিরা’ নামের এই রোবটটি এখন পর্যন্ত তোশিবার সর্বশেষ প্রজন্মের রোবট।
তোশিবা জানিয়েছে, রোবটটির চলাচলকে আরো স্বচ্ছন্দ করতে এর ভেতরের যন্ত্রের নিয়ন্ত্রণ কৌশলকে আগের চেয়ে উন্নততর করা হয়েছে। চিহিরা জাপানি ভাষা ছাড়াও জার্মান ভাষায় কথা বলতে পারে।
যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের রোবট বিশেষজ্ঞ অধ্যাপক নোয়েল শার্কি বলেন, রোবটটিকে তার কাছে ভুতুরে প্রকৃতির মনে হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে রোবট শিল্পে জাপান বিশ্বের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা দেশ। দেশটি তার ক্রমবর্ধান মানব সম্পদ সংকট দূর করতে দ্রুতই রোবটকে কাজে লাগাতে চায়।
Prev Post
Next Post