সুন্দরবন রক্ষার দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জনযাত্রা ফরিদপুর থেকে যশোরের দিকে রওনা হয়েছে।
ফরিদপুরে রাত যাপন শেষে আজ শুক্রবার সকাল ১০টায় জনযাত্রা শুরু হয়। মাগুরা, ঝিনাইদহ হয়ে বিকেলে যশোরের টাউন হলে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে তেল-গ্যাস জাতীয় কমিটির নেতারা জানিয়েছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সুন্দরবন অভিমুখে তিন দিনের জনযাত্রা কর্মসূচি শুরু হয়। কয়েক হাজার মানুষ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
গতকাল রাতেই ফরিদপুরের ইমামউদ্দিন স্কয়ারে তেল-গ্যাস জাতীয় কমিটির সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি রমেন্দ্র নাথ রায় কর্মকার। বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বিমল বিশ্বাস, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী।