মাগুরায় ইয়াবা সম্রাজ্ঞী হিসেবে পরিচিত শেফালী বেগমকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ তার কাছ থেকে ১ হাজার ৩৫ পিস ইয়াবা উদ্ধার করেছে। শেফালী শহরের দোয়ারপাড় এলাকার ওবাদুর রহমানের স্ত্রী।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ’র নেতৃত্বে রাত ১০টার দিকে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় মাদক পল্লীতে অভিযান চালায় পুলিশ। মাদক ব্যবসায়ী শেফালীর বাড়িতে অভিযানকালে তার কাছ থেকে ১ হাজার ৩৫ পিস ইয়াবা উদ্ধার হয়। এ সময় পুলিশ ইয়াবা রাখার দায়ে শেফালী বেগমকে গ্রেফতার করে। এ ঘটনায় সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও সে একাধিকবার মাদকদ্রব্যসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
Prev Post