কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অজ্ঞাত (৩৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বরকামতা ইউনিয়নের বরকামতা-আসরা গ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির মুখমণ্ডলে চাপ দাঁড়ি এবং পরনে সাদা পাঞ্জাবি ও লুঙ্গি রয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার আব্দুস সামাদ জানান, সকালে স্থানীয় লোকজন ফসলী মাঠে কাজ করতে যাওয়ার সময় বরকামতা ও আসরা গ্রামের সীমান্তর্বী একটি নালায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
দেবিদ্বার থানার উপ-পরিদর্শক সোহেল আহমেদ বলেন, সকাল ১০টা ২৫ মিনিটে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা দূরের কোনো এলাকা থেকে তুলে এনে তাকে হত্যা করেছে।
Next Post