সঞ্চয়ের আগ্রহ কমায় এবং আমদানি ব্যয় বাড়ায় দক্ষিণ কোরিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কমেছে। ব্যাংক অব কোরিয়ার (বিওকে) বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সিনহুয়া।
বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুসারে, ফেব্রুয়ারি শেষে বিদেশি মুদ্রায় কোরিয় নাগরিকদের সঞ্চয়ের পরিমাণ ছিল ৫ হাজার ৩৪৭ কোটি ডলার, যা আগের মাসের চেয়ে ২১৩ কোটি ডলার কম।
এছাড়া দেশি কোম্পানিগুলো নিজেদের আমদানি ব্যয় মেটাতে অধিক পরিমাণে ডলার উত্তোলন করায় ও রফতানিকারকরা তাদের আয় ব্যাংকে জমা না রাখায় বৈদেশিক রিজার্ভের পরিমাণ কমেছে।
দক্ষিণ কোরিয়ায় ডলার সঞ্চয় গত মাস শেষে ছিল ৪ হাজার ২৫১ কোটি। জানুয়ারির চেয়ে তা ১৬৫ কোটি কম। একইভাবে সঞ্চিত জাপানি ইয়েনের পরিমাণ ২৭ কোটি ডলার কমে ২৯৪ কোটি ডলারে নেমেছে। ইউরো সঞ্চয়ের পরিমাণ ১৫ কোটি ডলার কমে ২৪৮ কোটি ডলার হয়েছে। ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলারসহ অন্যান্য মুদ্রা সঞ্চয়ের পরিমাণ অপরিবর্তিত রয়েছে।
Prev Post