
ব্যাংককে যাওয়ার আগে কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ চলছিল তার। এগুলোর মধ্যে রয়েছে নন স্টপ, এই শহরে ও রোড নম্বর ৭ বাড়ি নম্বর ১৩। ফিরে এসে খুব তাড়াতাড়িই অভিনয়ে যোগ দেবেন সুজানা। এই সময়ে তার হাতে রয়েছে বিজ্ঞাপনের কাজ। একটি ইলেকট্রিক পণ্যের মডেল হিসেবে কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন সুজানা। বিজ্ঞাপনচিত্রটি ভারতে নির্মাণ হবে।
এ প্রসঙ্গে সুজানা বলেন, অনেক দিন হয়েছে নতুন কোনো বিজ্ঞাপনে কাজ করি না। তবে আমি তো এভাবেই চলে আসছি। ভালো কাজ না হলে করি না। যেমন ভালো পণ্য, নির্মাতা, বাজেট এর সব সমন্বয় না হলে বিজ্ঞাপনে কাজ করাটা হয়ে ওঠে না।
উল্লেখ্য, বিজ্ঞাপনের মডেল হয়েই মিডিয়ার পথে হাঁটতে শুরু করেছিলেন তিনি।