বাড়ির সীমানা বিরোধে নেত্রকোনায় এক ব্যক্তি খুন

0

netrokonaবাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খেলু মিয়া (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার পাঁচহাট গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পাঁচহাট গ্রামের মৌলভীপাড়ায় বাড়ীর সীমানা নিয়ে খেলু মিয়া ও প্রতিবেশী মাজু মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় দুজনের মধ্যে বাক-বিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। হাতাহাতির এক পর্যায়ে মাজু মিয়ার কিলু-ঘুষিতে খেলু মিয়া মাটিতে লুটিয়ে পরে ঘটনাস্থলেই মারা যায়।
খালিয়াজুরী থানার ওসি রমিজুল হক বলেন, বাড়ির সীমানা নিয়েই খুনের ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More