সিরাজগঞ্জে সলঙ্গা উপজেলার সাহেবগঞ্জ এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ১শ ১৬ বোতল ফেন্সিডিলসহ নুর আলম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক যুবক রংপুর জেলার কাউনিয়া থানার রামচন্দ্রপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে আদিতমারী থেকে ঢাকাগামী শাহ-সুন্দর পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় ১১৬ বোতল ফেন্সিডিলসহ ওই যুবককে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
Prev Post