‘পাকিস্তানের থেকেও আমি ভারতে বেশি ভালোবাসা পাই।’ – এমন উক্তি করে বেশ চাপে রয়েছেন পাকিস্তানের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক। এবার মরার উপর খাড়ার ঘা হিসেবে জুটলো শারীরিক অসুস্থতা। বাংলাদেশের বিপক্ষে বুধবার সুপার টেনের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান কিন্তু তার আগেই আফ্রিদির শারীরিক অসুস্থতায় দুশ্চিন্তার ভাঁজ পাকিস্তান শিবিরে।
মঙ্গলবার শারীরিকভাবে অসুস্থ বোধ করার কারণে অনুশীলনই করেননি পাকিস্তান অধিনায়ক। পাকিস্তান দলের ম্যানেজার ইন্তিখাব আলম বলেন, ‘সে নিজে থেকে একা অনুশীলন করে নিয়েছে। সকাল বেলায় তার শরীর কিছুটা খারাপ ছিল। আমরাই তাকে বিশ্রামে পাঠিয়েছি।’ এদিন সকাল বেলা পাকিস্তান দল দুই ঘন্টা কঠোর অনুশীলন করে।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের বর্তমান ফর্ম একদম যাচ্ছেতাই। শেষ কয়েকটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে পাকিস্তান দল। টুর্নামেন্ট শুরুর আগেই নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারত আসতে না চাওয়াতেও দেখা দিয়েছিল বিশৃঙ্খলা। ভারত এসে আফ্রিদির বেফাঁস মন্তব্যে বিতর্কে জড়িয়ে পাকিস্তান দলকে বেশ চাপেই রেখেছেন আফ্রিদি। তার উপর বাংলাদেশের বিপক্ষে খেলতে না পারলে সমালোচনার তীর তার দিকেই যে ধেয়ে আসবে সেটা অনুমেয়।