ঢাকা: রাজধানীর বনশ্রী এলাকায় লেগুনার ধাক্কায় এক ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ফজলুর রহমান (৫০)। তিনি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা ছিলেন। তার বাড়ি নরসিংদীর মনোহরদীতে। ঢাকায় রামপুরার বনশ্রীতে থাকতেন তিনি।
আনোয়ার হোসেন নামে ফজলুর রহমানের এক পরিচিত ব্যক্তি জানান, সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে তেজগাঁওয়ে অফিসে যাচ্ছিলেন ফজলুর রহমান। তার মোটরসাইকেলে আরও একজন আরোহী ছিলেন। বনশ্রী এলাকায় একটি লেগুনা তাদের ধাক্কা দিলে ছিটকে পড়ে যান দু’জন। পথচারীরা গুরুতর আহত ফজলুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে গেলে সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।