ঢাকা: ওয়েস্ট ইন্ডিজকে ষষ্ঠ টি২০ বিশ্বকাপের শিরোপা এনে দেয়া মারলন স্যামুয়েলসকে শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তার ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্যামুয়েলস আইসিসির আচারণবিধি লঙ্ঘন করায় তার ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।
স্যামুয়েলসের বিরুদ্ধে অভিযোগ, রোববার ফাইনাল ম্যাচের শেষ ওভারে বোলার বেন স্টোকসকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এই ব্যাটসম্যান।
ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের আনা অভিযোগ ও শাস্তি মেনে নেন স্যামুয়েলস। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
রোববার কলকাতার ইডেন গার্ডেনে ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বোলারদের বিপক্ষে একাই প্রতিরোধ গড়ে তুলেছিলেন ক্যারিবীয় তারকা স্যামুয়েলস। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি। ম্যাচশেষে তাকেই শাস্তি পেতে হল।