ঢাকা : নাগরিক জীবনের ব্যস্ততায় চলাচলের সুবিধায় জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টার ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম রচিত ‘নির্বাচিত কলাম’ (প্রথম খণ্ড) গ্রন্থের মোড়ক উম্মোচন ও আলোচনা সভায় তিনি এ বিষয়টি তুলে ধরেন। ‘বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে ড. ওসমান ফারুক বলেন, ‘চলাচলের জন্য আপনারা বিকল্প পথ বের করুন। কারণ, আপনাদের চলাচলের সময় সমগ্র নগরজীবন ব্যতিব্যস্ত ও বিপর্যস্ত হয়ে যায়।’
তিনি বলেন, ‘চলাচলের ক্ষেত্রে আপনারা হেলিকপ্টার ব্যবহার করতে পারেন। এটা অসম্ভব কিছু না। এর ফলে নগরবাসী চলাচলে উপকৃত হবে।’