বাগেরহাট জেলাধিন সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় ফের আগুন লেগেছে। বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা বনের ভেতর ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। তবে প্রতিবেন লেখা পর্যন্ত এখনো ফায়ার সার্ভিসের কোনো দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলেও জানান তিনি।
বুধবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় আগুন লেগেছে। তবে কখন থেকে আগুনের সূত্রপাত তা নির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি।
সুন্দরবন সংলগ্ন স্মরণখোলা উপজেলার রাজাপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. জাকির হোসেন ঘটনাস্থল থেকে মুঠোফোনে জানিয়েছেন, আগুন বনের মধ্যে ছড়িয়ে পড়েছে।
এর আগে গত ২৮ মার্চ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধান সাগর স্টেশন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া ২০১৪ সালে চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পয়ষট্টি ছিলা এলাকায় বনে আগুন লেগে অন্তত পাঁচ একর বনভূমি পুড়ে যায়। ২০১১ সালে ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্প এলাকায় পোড়ে দুই একর বনভূমি।