অন্যদিকে, একই দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগরী পশ্চীম শাখা। মহানগরী সভাপতি খালেদ মাহমুদের নেতৃত্বে এতে আরো উপস্হিত ছিলেন ঢাকা মহানগরী পশ্চিমের সেক্রেটারি ডা: মুজাহিদুল ইসলাম, অফিস সম্পাদক ও অর্থ সম্পাদক। নেতৃবৃন্দ অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমমুলক শাস্তি দাবি করেন।
ঢাকা: ঝিনাইদহ জেলার কালিগঞ্জ পৌরসভা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবু যর গিফারী ও ছাত্রশিবিরের সাথী শামীমকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক দীর্ঘ একমাস গুম রেখে অন্যায়ভাবে বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে এবং খুনীদের বিচারের দাবীতে রাজধানীর মুগদা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পুর্ব শাখা। শাখা সভাপতি সিয়াম রেজার নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারি এস আর মিঠু, অর্থ সম্পাদক ইমাম হোসাইন, অফিস সম্পাদক ফায়জুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা।