জাজের সাথে মাহিয়া মাহির খুব একটা ভালো সম্পর্ক নেই। এ খবর সবারই জানা। কিন্তু তবুও মাহি জাজের। তাই জাজের নতুন ছবি ‘অনেক দামে কেন’ নিয়েই বৈশাখে দর্শকদের সামনে হাজির হচ্ছেন মাহিয়া মাহি। যদিও ছবিটি মুক্তির কথা ছিলো অনেক আগেই। নানা ধরণের ঝামেলার কারণে সময়মতো ছবিটি মুক্তি পায়নি।
অবশেষে ‘অনেক দামে কেনা’ ছবিটি মুক্তি পাচ্ছে ৮ এপ্রিল। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি, মাহি ও ডিপজল। চার্লি চ্যাপলিনের বিখ্যাত ছবি ‘সিটি লাইট’র ছায়া অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।
ছবির গল্পে একজন অন্ধ ফুল বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন মাহি। আর ডিপজল একজন ভালো মানুষ। একাকিত্ব কাটাতে প্রতি রাতে মদ খেয়ে শহরে ঘুরে বেড়ান তিনি। আর দুস্থ মানুষকে সেবা করেন। বাপ্পি তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। একসময় বাপ্পিকে নিজের অতীতের কথা খুলে বলেন ডিপজল। ফ্ল্যাশব্যাকে উঠে আসে মাহির সঙ্গে তার ভালোবাসার কথা।