ঢাকা: আমেরিকার বার্ষিক জৌলুসময় একটি চলচ্চিত্র উৎসবের নাম ‘ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভাল’। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সংঘটিত সন্ত্রাসী হামলায় নিউ ইয়র্কের ম্যানহাটনের ট্রাইবেকা এলাকা থেকে মারা যাওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই চলচ্চিত্র উৎসবের শুরু। জেন রজেনথল, রবার্ট ডি নিরো, এবং ক্রেইগ হ্যাটকফর মত চলচ্চিত্র ব্যক্তিত্বরা এই ফেস্টিভালের গোড়াপত্তকারী। আর এমন একটি গৌরবময় ফিল্ম ফেস্টিভালে সবাইকে রীতিমত চমক দেখালেন বলিউডের ‘মাঝি’ খ্যাত অভিনেত্রী রাধিকা আপ্তে!
গতকাল হয়ে যাওয়া ‘ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভাল ২০১৬’-এর আন্তর্জাতিক অঙ্গন ক্যাটাগরিতে সেরা নায়িকা হওয়ার গৌরব অর্জন করেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে। ভারতের মেধাবী নির্মাতা অনুরাগ কাশ্যপের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মেডলি’র জন্য রাধিকাকে সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত করা হয়। ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভালে রাধিকার এমন সাফল্যে উচ্ছ্বসিত স্বয়ং নির্মাতা অনুরাগসহ বলিউড। অনুরাগ কাশ্যপ, কেতন মেহতা, ভিকি কৌশল, অর্জুন কাপুর, হংসল মেহতার মত চলচ্চিত্র ব্যক্তিত্বরা সোশাল সাইটে রাধিকাকে শুভ কামনা জানান।
ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভাল ২০১৬-এর বিজয়ীদের সম্পূর্ণ তালিকা দেখে নিতে পারেন এখানে:
আমেরিকার ন্যারেটিভ ফিচার প্রতিযোগিতায় বিজয়ী:
বেস্ট ন্যারেটিভ ফিচার ফিল্ম: ডিন, রচনা ও পরিচালনা-দিমিত্রি মার্টিন
সেরা অভিনেত্রী: ম্যাকেঞ্জি ডেভিস, ছবি: অলয়েজ শাইন
সেরা অভিনেতা: ডমিনিক রেইনস, ছবি- দ্য ফিক্সার
সেরা চিত্রগ্রাহক(ফিচার ফিল্ম): মাইকেল রজেন, ছবি- কিকস
সেরা চিত্রনাট্য: ওমেন হু কিল, চিত্রনাট্যকার- ইনরিদ জাঙ্গারম্যান
আন্তর্জাতিক ন্যারেটিভ ফিচার প্রতিযোগিতায় বিজয়ী:
সেরা ন্যারেটিভ ফিচার: জঙশন ৪৮, চিত্রনাট্য ও পরিচালনা- উডি আলোনি
সেরা অভিনেতা(ফিচার ফিল্ম): অ্যালান সাবাগ, ছবি- দ্য টেনথ্ ম্যান
সেরা অভিনেত্রী: রাধিকা আপ্তে, ছবি- মেডলি(অনুরাগ কাশ্যপ)
সেরা চিত্রগ্রাহক: কেজল ভাসদল, ছবি- এল ক্লাসিকো
সেরা চিত্রনাট্য: পারফেক্ট স্ট্রেঞ্জার, চিত্রনাট্যকার- ফ্লিপ্পো বলোঙ্গা, পাওলো কুস্তেলা, রুলেন্দু।
*এছাড়াও গুরুত্বপূর্ণ এই ফিল্ম ফেস্টিভালে বিশ্বের ডকুফিল্ম, শর্টফিল্ম এবং ডিরেক্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
প্রসঙ্গত, ট্রাইবেকা চলচ্চিত্র উৎসব শুরুই হয়েছিলো নিউ ইয়র্কের একটি প্রধান চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র হিসেবে উদযাপন করা এবং চলচ্চিত্র ক্ষেত্রে ম্যানহাটন শহরতলীর হারানো গৌরব পুনরুদ্ধার করা। ২০০৬ ও ২০০৭ সালের প্রতিটিতে ২৫০টিরও বেশি চলচ্চিত্র মুক্তি পাওয়া এবং ১,০০০-এরও বেশি চলচ্চিত্র প্রদর্শনের করার মাধ্যমে ট্রাইবেকা চলচ্চিত্র উৎসব এখন বর্তমানে বিশ্বের একটি অন্যতম প্রধান চলচ্চিত্র উৎসব হিসেবে বিবেচিত। এই চলচ্চিত্র উৎসবের মূল লক্ষ্য হচ্ছে, চলচ্চিত্র সম্প্রদায় এবং জনগণকে, চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে চলচ্চিত্রের শক্তিকে অনুভব করার সুযোগ করে দেওয়া।