বিশেষ প্রতিনিধি, ব্রাসেলস: ঢাকাস্থ মার্কিন মিশনের কর্মকর্তা, সমকামীদের অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়ের নির্মম হত্যাকোণ্ডের সুষ্ঠ তদন্ত এবং প্রকৃত খুনিদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপের ২৮ টি রাষ্ট্রের ওই জোটের ব্রাসেলসস্থ সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে মৌলিক মানবাধিকার হিসাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং শ্রদ্ধাবোধে উৎসাহ দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সব নাগরিকের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও সমানভাবে জরুরী বলে উল্লেখ করা হয়।
ইইউ’র বিবৃতিতে নিহত ভূক্তভোগীদের পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করা হয়। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।