ডাকাত সন্দেহে চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকায় তিনজনকে পিটিয়ে হত্যা করেছে জনতা। নিহতরা হলেন, সাগর ওরফে লম্বা সাগর (৩০) ও মো. রাসেল (২২)। অন্যজনকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় বেশ কিছুদিন ধরে ‘ডাকাতের উৎপাত’ বেড়ে যাওয়ায় স্থানীয় লোকজন পালা করে পাহারা বসিয়েছিল।
রাত ৩টার দিকে একদল সেখানে ডাকাতি করতে গেলে স্থানীয়রা ধরে পিটুনি দেয়।
আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানান, বুধবার ভোর রাতে উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
তাদের আরও পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
ওসি বলছেন, নিহত সাগর ওই ডাকাত দলটির নেতা। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পিস্তল, তিনটি কার্তুজ, তিনটি রামদা ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়েছে।
Next Post