গাজীপুরে প্রতিপক্ষের হামলায় আহত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এর আগে শনিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের গাছার ২ নম্বর কলোনি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
গত শুক্রবার রাতে গাছা এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে আহত করে। এলাকাবাসি জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই শাহজাহানকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহতের ভাই মফিজ উদ্দিন অভিযোগ করেন, শুক্রবার রাত সাড়ে ৮টায় স্থানীয় যুবলীগ নেতা শফিকুলের চাচা মজিবুর লোকজন নিয়ে গাছা বাজারে তাদের ভাগিনা রমজানকে মারধর করে। রমজান বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। পরে শাহজাহান রমজানকে মাইক্রোবাসে করে হাসপাতাল নেয়ার সময় গাছা বঙ্গবন্ধু কলেজ মোড়ে প্রতিপক্ষ শফিকুল ইসলাম শফিক, মজিবুরসহ ২০-২৫ জন শাহজাহানকে মারধর করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে রাখে এবং তাকে হাসপাতালে নিতে বাধা সৃষ্টি করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শাহজাহান মারা যান।
নিহতের পরিবারের সদস্যরা জানান, নিহত শাহজাহান রাজনীতির পাশাপাশি ইট-বালির ব্যবসা করতেন। শফিকুলও এলাকায় ইট-বালিসহ নির্মাণ সামগ্রী সাপ্লাই দিত। এ নিয়েই মূলত শাহজাহানের সাথে শফিকের দ্বন্দ্ব চলে আসছিল।
জয়দেবপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, নিহতের মাথা, হাত, পা, বুক, পিঠসহ শরীরের বিভিন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, হত্যার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
Prev Post
Next Post