ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল মঙ্গলবার টিভি টকশোতে মতিউর রহমান নিজামি সম্পর্কে বলেন তার বিরুধ্যে অনেক অভিযগ রয়েছে কিন্তু কোন দুর্নীতির অভিযোগ নেই এটা বাংলাদেশের ইতিহাসে বিরল দৃষ্টান্ত।বাংলাদেশের সকল নেতা কর্মীই কম বেশি দুর্নীতির সাথে যুক্ত উল্লেখ করে আসিফ নজরুল বলেন নিজামি কিংবা জামায়াত নেতারা এক্ষেত্রে একেবারেই আলাদা।তাদের বিরুধ্যে ১/১১ ের সরকার পর্যন্ত দুর্নীতির অভিযোগ আনেনি।
তিনি আরো বলেন তারা যদি সত্যিই দুর্নীতির সাথে যুক্ত হতেন আওয়ামীলীগ অবশ্যই তাদের ছেড়ে দিত না,কারন আওয়ামীলীগ তো ছাড়বার পাত্র নয়।নিজামি রাজাকার কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন একাত্তরে নিজামি মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল এটা সত্য তবে সত্যিই যে তারা খুনি ধর্ষক এটা প্রমাণ করতে যুদ্ধিপরাধ ট্রাইবুনাল ব্যর্থ হয়েছে।